হিসাব বিজ্ঞান ১ম পত্র বোর্ড প্রশ্ন-উত্তর HSC : রাজশাহী ২০১৯ লেনদেন
হিসাব বিজ্ঞান ১ম পত্র বোর্ড প্রশ্ন-উত্তর HSC : রাজশাহী ২০১৯ লেনদেন

হিসাব বিজ্ঞান ১ম পত্র বোর্ড প্রশ্ন-উত্তর HSC : রাজশাহী ২০১৯ লেনদেন

হিসাব বিজ্ঞান ১ম পত্র বোর্ড প্রশ্ন-উত্তর HSC : ১ম অধ্যায় , রাজশাহী ২০১৯ (HSC Accounting 1st Paper Board Question Solve - Chapter 1, Rajshahi Board 2019 )

অসীম ট্রেডার্স- এর ২০১৮ সালের মার্চ মাসে সংঠিত লেনদেনমমূহ নিচে উপস্থাপন করা হলো:

মার্চ-১     অসীম ট্রেডার্স নগদ ৫০,০০০ টাকা , ব্যাংক জমা ৪৫,০০০ এবং ৪০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন।

মার্চ-৫     অনিতার কাছে পণ্য বিক্রয় ৩৫,০০০ টাকা।

মার্চ-৭      মনিরের কাছে থেকে ধারে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।

মার্চ-৯     নগদে বিক্রয় ২৯,০০০ টাকা।

মার্চ-১৮     অনিতার কাছ থেকে দাগ কাটা চেক পাওয়া গেল ১০,০০০ টাকা।

মার্চ- ১৯     বিনামূল্যে পণ্য বিতরণ ৪,০০০ টাকা।

মার্চ-৩১     ব্যাংক কতৃক সুদ মঞ্জুর ১,০০০ টাকা।

ক. অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।

খ. উপর্যুক্ত লেনদেনগুলোর শ্রেণিবিভাগসহ হিসাব খাত নির্ণয় করো।

গ. বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও।

[ রা. বো. ১৯ ]

উত্তর- ক.অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়:

অসীম ট্রেডার্সের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়

নির্দেশনা:- কোন কিছুর পরিমাণ চাইলেই তারিখ , বিবরণ, টাকা, টাকা। যার পরিমান চাইবে ডেবিট-ক্রেডিট করে ওই হিসাব পাওয়া গেলে সেটা যাবে। এখানে ক্রয়ের পরিমাণ চেয়েছে তাই ক্রয় হিসাব ডে. হলে (+) এবং ক্রেডিট হলে (-) হবে।সম্পত্তি ক্রয় এখানে যাবে না কারণ সম্পদ ক্রয়কে ডেবিট-ক্রেডিট করলে ক্রয় হিসাব পাওয়া যায় না।

উত্তর-খ. উপর্যুক্ত লেনদেনগুলোর শ্রেণিবিভাগসহ হিসাব খাত নির্ণয়:

খ. উপর্যুক্ত লেনদেনগুলোর শ্রেণিবিভাগসহ হিসাব খাত নির্ণয়

নির্দেশনা:- লেনদেনের শ্রেণিবিভাগ  চাইলেই ঘর হবে তারিখ-হিসাব খাত- হিসাবের শ্রেণি । কোনটা  হিসাবের শ্রেণি কোনটা তা  জানতে আমাদের হিসাব সারণিতে ঐ হিসাবের নাম লিখে সার্চ দিতে পারেন।

মার্চ-১ :-  মালিক যা যা দিবে তা সব ডেবিট এবং মূলধন ক্রেডিট । এখানে মালিক নগদ আর ব্যাংক দিয়েছে তাই নগদ ও ব্যাংক ডেবিট এবং মূলধন ক্রেডিট । ঋণ একটি দায় তাই ঋণ ক্রেডিট এবং নগদান ডে. হবে যা আগের নগদানের সাথে যোগ হয়েছে।

মার্চ-৫ :- নাম উল্লেখ থাকলে তা বাকিতে বিক্রয় । বিক্রয় করলে বিক্রয় ক্রে. এবং যেভাবে বিক্রয় হয়েছে তা ডেবিট হবে। এখানে ধারে হয়েছে তাই প্রাপ্য ডেবিট।

মার্চ-৭ : ক্রয় করলে ক্রয় ডে. এবং যেভাবে বিক্রয় হয়েছে তা ক্রেডিট হবে। এখানে ধারে হয়েছে তাই প্রদেয় ক্রেডিট।

মার্চ-৯:- বিক্রয় করলে বিক্রয় ক্রে. এবং যেভাবে বিক্রয় হয়েছে তা ডেবিট হবে। এখানে নগদে হয়েছে তাই নগদান ডেবিট।

মার্চ-১৮ : ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক ডে. । দেনাদার দিয়েছে তাই দেনাদার (প্রাপ্য) ক্রে.।

মার্চ- ১৯: বিজ্ঞাপন ব্যয় তাই ডেবিট ,যেভাবে বা যা ব্যয় হলো তা ক্রে. ।অর্থাৎ ক্রয়( পণ্য) ক্রেডিট।

মার্চ-৩১ : সুদ পাওয়া যায় অথ্যাৎ ব্যাংকের টাকা বাড়ে । ব্যাংক বাড়লে ব্যাংক ডে. যেভাবে বাড়লো তা ক্রেডিট মানে ব্যাংক সুদ ক্রেডিট।

উত্তর-গ.বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব :

বিবরণী ছকে হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব

নির্দেশনা:- প্রথমে লেনদেন কি কি হিসাব আছে তা বের করতে হবে । এখানে ৩ টি সম্পদ (নগদ, ব্যাংক, প্রাপ্য )  ও দায় ২টি ( প্রদেয় ও ঋণ)  আছে। অর্থ্যাৎ সম্পদ পার্শে ঘর হবে ৩ টি এবং দায় পার্শে  ঘর হবে ২+১= ৩ টি। শুধু মাত্র মূলধনের ঘরে টাকা হলে মন্তব্য দিতে হবে । কারন মূলধনের ঘরে ৪টি হিসাব যায় মূলধন+আয়-ব্যয়-উত্তোলন তাই মন্তব্যের মাধ্যমে বুঝাতে হবে যে কোন হিসাব হয়েছে। মূলধন ও আয় হলে (+) এবং ব্যয় ও উত্তোলন হলে (-) হবে।

মার্চ-১: ঋণের টাকা নগদে পাওয়া যায় তাই ঋণের টাকা নগদের সাথে যোগ হয়েছে (৫০,০০০+৪০,০০০=৯০,০০০) । মালিক যা দেয় তাই মূলধন । ঋন মালিক দেয় নি তাই মূলধন= নগদ+ ব্যাংক।

মার্চ-১৯ : বিজ্ঞাপন ও ক্রয় দুটিই ব্যয় তাই দুটি হিসাবই মূলধনে গিয়েছে। আমরা জানি ব্যয় হলে (-) হয় কিন্তু এখানে পণ্য (ক্রয়) কমেছে মানে উল্টো হয়েছে তাই এটা (+) হয়েছে।

Leave a Reply