জনাব হাফিজ ২০১৮ সালের ১ ডিসেম্বর তারিখে নগদ ৩০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকার অফিস সরন্জাম নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন নিম্নরূপ:
ডিসে-২ নগদে পণ্য ক্রয় ২০,০০০ টাকা।
ডিসে-৬ অফিস সরন্জাম ক্রয় নগদে ১০,০০০ টাকা।
ডিসে-৯ নগদে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা।
ডিসে-১৫ বাকিতে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা।
ডিসে-২০ বাকিতে পণ্য বিক্রয় ৪০,০০০ টাকা।
ডিসে-২৬ পাওনাদারকে পরিশোধ ২৫,০০০ টাকা।
ডিসে-২৮ দেনাদার থেকে নগদ আদায় হলো ২০,০০০ টাকা।
ডিসে-৩০ কর্মচারীর বেতন প্রদান করা হলো ১০,০০০ টাকা।
ক. প্রারম্ভিক মূলধন নির্ণয় করো।
খ. মাস শেষে জনাব হাফিজের মালিকানা স্বত্ত্বের পরিমািণ নির্ণয় করো।
গ. উপরোক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের ওপর প্রভাব দেখাও।
সমাধান- ক. প্রারম্ভিক লেনদেনের পরিমান নির্ণয়:
নির্দেশনা:- প্রারম্ভিক মূলধন বললেই ১ তারিখ ( প্রথম দিন) মালিক যা যা ব্যবসায়ে দিয়েছে তা যোগ করতে হবে।
সমাধান- খ. মাস শেষে জনাব হাফিজের মালিকানা স্বত্ত্বের পরিমািণ নির্ণয়
নির্দেশনা:- সূত্র অনুজায়ী মূলধন ও আয় হলে যোগ এবং ব্যয় ও উত্তোলন হলে বিয়োগ করতে হবে।
ডিসে-৬: অফিস সরঞ্জাম ডে. ও নগদান ক্রেডিট দুটিই সম্পদ । মূলধন ,আয় , ব্যয় , উত্তোলন কিছু্ই নেই তাই এটি যাবে না।
ডিসে-২৬: পাওনাদার (দায়) ডে, এবং নগদান( সম্পদ) ক্রে. । মূলধন ,আয় , ব্যয় , উত্তোলন কিছু্ই নেই তাই এটি যাবে না।
ডিসে-২৮ : নগদান (সম্পদ) ডে. এবং দেনাদার ( সম্পদ) ক্রে. । মূলধন ,আয় , ব্যয় , উত্তোলন কিছু্ই নেই তাই এটি যাবে না।
সমাধান- গ. হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব
নির্দেশনা:- প্রথমে লেনদেন কি কি হিসাব আছে তা বের করতে হবে । এখানে ৩ টি সম্পদ (নগদ, অফিস সরঞ্জাম, দেনাদার) ও দায় একটি ( পাওনাদার) আছে। অর্থ্যাৎ সম্পদ পার্শে ঘর হবে ৩ টি এবং দায় পার্শে ঘর হবে ১+১= ২ টি। শুধু মাত্র মূলধনের ঘরে টাকা হলে মন্তব্য দিতে হবে । কারন মূলধনের ঘরে ৪টি হিসাব যায় মূলধন+আয়-ব্যয়-উত্তোলন তাই মন্তব্যের মাধ্যমে বুঝাতে হবে যে কোন হিসাব হয়েছে। মূলধন ও আয় হলে (+) এবং ব্যয় ও উত্তোলন হলে (-) হবে।